নেপালের কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠে শ্বেতশুভ্র হিমালয় পর্বতমালার ছবি। আর এই পর্বতমালার অন্যতম আকর্ষণ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ৷ প্রকৃতপক্ষে, অন্নপূর্ণা হলো একস্থানে সংহত পর্বত-স্তুপ৷এতে রয়েছে ২৬৫৪৫ ফিট একটি শৃঙ্গ যা কিনা অন্নপূর্ণা-১ নামে পরিচিত, ২৩০০০ ফিট ১৩টি এবং ২০০০০ ফিট উচ্চতার ১৬ টি শৃঙ্গ৷এই পর্বত স্তূপটি মোট ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দীর্ঘ৷ নেপালে বেড়াতে গেলে আপনি অন্নপূর্ণা দেখার সুযোগ থেকে অবশ্যই নিজেকে বঞ্চিত করবেন না৷ অন্নপূর্ণা দেখতে চাইলে আপনাকে যেতে হবে মধ্য নেপালের শহর পোখরাতে (Pokhara)। ভৌগলিক অবস্থানের কারণে পোখরা এখনও শহুরে যান্ত্রিকতা থেকে মুক্ত।প্রকৃতির সাথে কিছু সময় একান্তে কাটানোর জন্য অনেকই পোখরাতে আসেন। আবার, প্যারা গ্লাইডিং, বাঞ্জি জাম্পিং, পাহাড় ট্র্যাকিং এবং আলট্রা লাইট ফ্লাইটের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিজের ঝুলিতে যোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটকেরা ছুটে আসেন পোখরাতে।
পোখরা শহরটি নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে মাত্র ২০০ কিমি বা ১২০ মাইল দূরে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হিমালয়ের পাদদেশে পোখরা শহরের অবস্থান।এলেই বুঝবেন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সাজানো সবকিছু। ১৪০ কিলোমিটার দীর্ঘ হিমালয়ের সারি সারি পর্বতশৃঙ্গের বেশ একটি বড় অংশ দেখা যায় এই পোখরা থেকে।একারণে পোখরাকে, “মাউন্টেন ভিউ”– এর শহরও বলে।
অন্নপূর্ণা পর্বতটি পোখরা থেকে মাত্র ৩০-৩৫ কিমি দুরে অবস্থিত হওয়ার কারণে প্রায় সব ট্রেকারই সেখানে পৌঁছনোর জন্য এই শহর থেকেই যাত্রা শুরু করেন। আপনার ভ্রমণে আপনি শুধু পাহাড় আরোহণ বা অন্নপূর্ণায় ভোরের সূর্যোদয়ের অপরূপ শোভা দেখবেন তাই নয়, পোখরায় আপনার জন্য রয়েছে ফেওয়া লেক, শরনকোট, ডেভিস ফলস্, ইত্যাদির মতো বিশেষ আকর্ষণগুলো